নারী-পুরুষের মধ্যে অবাক করা ১০ টি মানসিক পার্থক্য

নারী-পুরুষের মধ্যে ১০ টি মানসিক পার্থক্য:

* পুরুষদের ব্রেন স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। মহিলারা পছন্দ করেন ভাষা।

* মজার কিছু হলে পুরুষরা হাসেন আর মহিলারা হাসেন পরে, যখন তাদের এটি মনে পড়ে।

* বিচার করার ক্ষমতা পুরুষদের থেকে মেয়েদের বেশি থাকে।

* আবেগতাড়িত ঘটনা মেয়েরা পুরুষদের থেকে বেশি মনে করেন।

* পুরুষরা মহিলাদের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হোন। আর নারীরা পুরুষের গুনে বেশি আকর্ষণ বোধ করেন।

* কোনো সমস্যায় পড়লে কারোর সঙ্গে শেয়ার না করেই সমস্যার সমাধানের পথ খুঁজে পুরুষরা। অথচ মেয়েরা এমন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারোর সঙ্গে শেয়ার না করলে উল্টে সমস্যায় পড়েন।

* জীবনে স্ট্রেস বাড়লে, পুরুষদের শারীরিক চাহিদা বাড়ে। কিন্তু এই বৈশিষ্ট্য মহিলাদের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়।

* পুরুষ ও নারী উভয়ের কাছে গাড়ী অত্যন্ত প্রিয়। কিন্তু পুরুষরা গাড়ী পরিস্কার রাখতে পছন্দ করেন আর নারীরা একেবারেই তা পছন্দ করেন না।

* মেয়েরা ঝগড়া করলে কোনো ভাবেই মারামারি করেন না। কিন্তু পুরুষরা এক্ষেত্রে ওস্তাদ।

সম্প্রতি ‘সাইকোলজি টুডে’ নামের এক মেডিক্যাল ওয়েবসাইটের প্রতিবেদনে অনুযায়ী এই পার্থক্যগুলো উঠে এসেছে।

Leave a Reply

Translate »