নতুন রেকর্ড করলেন মেসি

আইকোনিক ফোকাস ডেস্কঃ কোপা আমেরিকার চলতি আসরে উড়ছেন মেসি, সঙ্গে তার দলও উড়ছে।

এদিকে একের পর এক গোল আর এসিস্টে দুর্দান্ত এক রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। ছাড়িয়ে গেছেন ব্রাজিলের ২০০২  বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিওকে।

গত ম্যাচের পরই রোনালদোকে ছাড়িয়ে যান মেসি। তা হলো- বৈশ্বিক বড় টুর্নামেন্টে নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ড এখন মেসির দখলে। নকআউট পর্বে ১৭ গোল করে এত বছর ধরে রেকর্ডটির মালিক ছিলেন রোনালদো। আর ইকুয়েডরের বিপক্ষে ৩-০ স্কোরলাইনে জয়ের পর নকআউট পর্বে ২০ গোলে অবদান রাখলেন মেসি। অর্থাৎ  মেসি এখন সবার ওপরে আছেন।

এ রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড আতোয়াঁ গ্রিজম্যান। ১৩ গোলে অবদান রয়েছে তার। ৮টি নিজে করেছেন, ৫টি করেছেন অ্যাসিস্ট।

 

 

Leave a Reply

Translate »