আইকোনিক ফোকাস ডেস্কঃ কক্সবাজারের সমুদ্রে ধরা পড়া ২১০ কেজি ওজনের কই কোরাল চট্টগ্রামে আনা হয়েছে পিকআপ ভ্যানে করে।
রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজারে মাছটি রাখা হয়। এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। এদিকে মাছটি বাজারে আনার পর উৎসুক জনতা ভিড় করে। একই সঙ্গে কেউ কেউ অগ্রিম বুকিং দিয়ে রেখেছেন।
মাছ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, অনেক দিন পর বিশাল মাছ ধরা পড়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মাছটি ধরা পড়ে। পরে আমিসহ আরও তিনজন গিয়ে ১ লাখ ৭০ হাজার টাকায় কিনে নিই। আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টায় মাছটি কাটা হবে। প্রতি কেজির দাম পড়বে ১২০০ টাকা।