‘দামাল’ গল্পে যুক্ত আছে প্রেম-ভালোবাসা, বিয়ে-সংসারও

আইকোনিক ফোকাস ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অদম্য লড়াই ও ভূমিকা নিয়ে এ সময়ের উপযোগী করে ‘দামাল’ সাজিয়েছেন নির্মাতা রায়হান রাফী। গল্পে যুক্ত করেছেন প্রেম-ভালোবাসা, বিয়ে-সংসারও। যার কয়েক ঝলক দেখা গেল ‘মন পোষ মানে না’ শীর্ষক গানের দৃশ্যে। এটি মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমা ‘দামাল’-এর গান।

রাসেল মাহমুদের কথায় সুর-সংগীত করেছেন আরাফাত মহসীন, গেয়েছেন ইমরান ও কনা। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় গানটি প্রকাশ হয়েছে।

একদিকে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সংসার জীবনের খুনসুটি-ভালোবাসা; অন্যদিকে সিয়াম আহমেদের সঙ্গে শাহনাজ সুমির চুপিচুপি প্রেম। গানের দৃশ্যে দুটি জুটির গল্পই দেখানো হয়েছে। ‘দামাল’ সিনেমার গল্প ভাবনা ফরিদুর রেজা সাগরের। চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম-উদ-দৌলা ও রায়হান রাফী। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

Leave a Reply

Translate »