দাঁতে দাগ লাগে যেভাবে ও দূর করবেন যে ভাবে  

আইকোনিক ফোকাস ডেস্কঃ চা, কফি খেয়ে অনেকে দাঁতে দাগ করে ফেলেছেন। অনেকে আবার পান চিবুতে পছন্দ করেন। ধূমপায়ীদের দাঁতেও দাগ দেখা যায়।

 

পান খেলে বেশির ভাগ দাঁতে দাগ পড়ে। তাই দাঁত ঠিক রাখতে হলে সাবধান হতে হবে এখন থেকেই।

 

টানা কফি পান করার কারণে দাঁতের এনামেলের ওপর বাদামি বর্ণের দাগ পড়ে। তখন দেখতে খুব খারাপ দেখা যায়।

 

দন্তরোগ বিশেষজ্ঞরা বলেন, হাইড্রোজেন পার অক্সাইড ও বেকিং সোডার মিশ্রণের মাধ্যমে দাঁতের এনামেলের ওপর কফির দাগ উঠানো সম্ভব। অক্সিডাইজার হিসাবে হাইড্রোজেন পার অক্সাইড কফির ক্ষুদ্র কণাকে অপসারণ করে, যা দাঁতে দাগ সৃষ্টি করে থাকে।

 

তিনি আরও বলেন, হাইড্রোজেন পার অক্সাইড পানি মিশিয়ে কুলকুচি করতে পারেন, প্রতিদিন অথবা কিছু দিন পর পর।

 

এ ছাড়া বাজারে দাঁতের দাগ উঠানোর জন্য কিছু সলিউশন পাওয়া যায়। সেটি ব্যবহার করে দাঁতের দাগ উঠানো যায়। তবে এসব ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

একটু সচেতন হলে আর দাঁত ও মুখের যত্ন নিলে আপনি সুস্থ থাকবেন।

Leave a Reply

Translate »