দর্শকসারিতে বসে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি উপভোগ করেন ইলিয়াস কাঞ্চন

আইকোনিক ফোকাস ডেস্কঃ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। চলছে সিনেমাটির দ্বিতীয় দিনের প্রদর্শনী। করোনার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লেখাল বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস জুটির এই সিনেমা।

ওইদিন সকালে রাজধানীর মধুমিতা সিনেমা হলে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শো উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রথম শোতে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। এ ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ অনেকেই।

বেলা ১১টার শোতে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ হলে বসে টিমের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন ইলিয়াস কাঞ্চন। পরে সিনেমা দেখা শেষ করে তিনি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। সিনেমা প্রসঙ্গে তিনি জানান, ‘সিনেমাটি তার কাছে বেশ ভালো লেগেছে’।

Leave a Reply

Translate »