আইকোনিক ফোকাস ডেস্কঃ ত্বকে দ্রুত উজ্জ্বলতা বাড়াতে কফির প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন। এটি উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে।
ব্রণের জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সক্ষম কফিতে থাকা অ্যান্টি- ব্যাকটেরিয়াল উপাদান। ভেজা ত্বকে কফির গুঁড়ো লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে ব্রণ চলে যাবে।
চোখের ফোলা ভাব কমাতে কুসুম গরম পানির সঙ্গে কফি মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি তুলায় ভিজিয়ে চোখের আশপাশের ত্বকে লাগান। কফি দিয়ে একটি কার্যকরী প্যাকও বানিয়ে নিতে পারেন। ৩ চা চামচ কফি, ১ টেবিল চামচ বেসন, ৩ চা চামচ মধু ও ২ চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ত্বকে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে কফির সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বকের মেছতা বা যেকোনো ধরনের দাগ দূর করতে কফির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।