আইকোনিক ফোকাস ডেস্কঃ সঠিক যত্নের অভাবে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকে বলিরেখা দেখা দেয়। বয়স যত বাড়তে থাকে, বলিরেখার সমস্যাও তত গুরুতর হতে থাকে। তবে এখন শুধু বয়সের জন্যই যে বলিরেখা হয় তা কিন্তু না, আমাদের দৈনন্দিন এলোমেলো জীবনযাপনের জন্যও এ রকম সমস্যা দেখা দিতে পারে।
জেনে নিন কীভাবে ত্বকের যত্নে নারিকেল তেল ব্যবহার করবেন-
• সমপরিমাণ নারিকেল তেলের সঙ্গে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন।
• আধা-টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ নারিকেলের তেল মিশিয়ে ত্বকে লাগান। ৩০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
• ভিটামিন ‘ই’ ক্যাপসুলের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। টানটান ত্বক পেতে প্রতিদিন রাতে এভাবে ম্যাসাজ
করুন।
• রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে শুকনা ত্বকে নারিকেল তেল ম্যাজাস করুন। চক্রাকারে ধীরে ধীরে ম্যাসাজ করবেন।
সকালে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।