আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢালিউড কুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা নিপুণ আক্তার দুই বোন। অপুর মা প্রয়াত শেফালী বিশ্বাস নিপুণকে নিজের মেয়েই ভাবতেন। সে কথাই জানালেন দুই নায়িকা।
গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’র মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজেদের সম্পর্কের বিষয়টি জানান তারা। নিপুণ বলেন, অপু-জয় প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লাল শাড়ি’। অপু খুব ভালোভাবেই জানে কিভাবে একটি ছবি প্রযোজনা করতে হয়। তাদেরকে শুভকামনা জানাতেই মহরতে এসেছি।
অপুর বোন হওয়া প্রসঙ্গে নিপুণ বলেন, ইন্ডাস্ট্রিতে আমি প্রথমেই অপুকে পেয়েছি। ‘পিতার আসন’ সিনেমায় অপু আর আমি ছিলাম। সেখানে আন্টি সবসময় অপুর পাশে ছিল। আন্টির কথা খুব বেশি মনে পড়ছে। আউটডোরে গেলে আন্টি এভাবে ডাকতেন, অপু-নিপু কোথায়! সবাই তখন ভাবতো, অপু-নিপু দুই বোন। আন্টিও বলতো, আমার দুই মেয়ে একসঙ্গে শুটিং করছে।
অন্যদিকে অপু বিশ্বাস বলেন, আমার নাম অপু বিশ্বাস, আপুর নাম নিপুণ আক্তার। তবে শর্ট করে আমাকে অপু আর আপুকে নিপু বলে ডাকে। এছাড়া আমি আর আপু দেখতে প্রায় একই রকম। ‘পিতার আসন’ সিনেমায় একটা গানের দৃশ্যে আমাদের শাড়ি পরতে হবে। মা আমাদের শাড়ি পরতে সাহায্য করে। সে সময় কয়েকজন আমার মাকে বলছিলেন, আপনার দুইটা মেয়েই অনেক সুন্দর। আপনি কত ভাগ্যবান একজন মা, দুই মেয়েকেই নায়িকা বানিয়েছেন। দুজনেই খুব সুন্দরভাবে কাজ করছে। তখন মা বললেন, সবাই যখন বলল তোরা আমার মেয়ে, তাহলে অবশ্যই তোরা দুজনই আমার মেয়ে।