জয়ের শেষ সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

আইকোনিক ফোকাস ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের পারফরম্যান্স তথৈবচ। এই ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের নারীরা সর্বশেষ জয় পেয়েছে প্রায় ৯ বছর আগে নিজেদের ঘরের মাঠে। ২০১৪ সালে ঘরের মাঠে সর্বশেষ জয় পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা ১৫ ম্যাচ আর কোনো জয় দেখেনি বাংলাদেশের নারীরা।

এবারের বিশ্বকাপে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু দিনশেষে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খেতে হয়েছে টাইগ্রেসদের। এবারের বিশ্বকাপের মঞ্চে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, জয় পাওয়ার শেষ সুযোগ কাজে লাগাতে চায় তারা।

চলতি বিশ্বকাপে টানা তিন হার দেখা বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আজ (২১ ফেব্রুয়ারি) স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত ১১টায় কেপটাউনে শুরু হবে ম্যাচটি।

Leave a Reply

Translate »