আইকোনিক ফোকাস ডেস্কঃ ওমানের বিপক্ষে আজ অনেকটা নতুন একাদশই সাজাতে হচ্ছে কোচ জেমি ডেকে। জানা গেছে, রাইটব্যাক থেকে সরিয়ে রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো হবে তারিক কাজীকে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু ম্যাচে ৪-২-৩-১ ছকে খেলবে জাতীয় ফুটবল দল।
বাংলাদেশ ৫ ডিফেন্ডার নিয়ে খেলবে। রক্ষণে দুই হলুদ কার্ডের কারণে খেলতে পারবেন না রহমত মিয়া। কোচ একাদশে আনছেন রিমন হোসেন ও ইয়াছিন আরাফাতকে। ইয়াছিন বাঁয়ে আর রিমন খেলবেন ডান পাশে। দুজনই কাতার সফরে একাদশে প্রথমবার সুযোগ পাচ্ছেন। দুই সেন্টারব্যাক হিসেবে থাকবেন যথারীতি তপু বর্মণ ও রিয়াদুল হাসান। তপুর হাতে থাকবে অধিনায়কের বাহুবন্ধনী।
চোটের কারণে মিডফিল্ডার সোহেল রানা দেশে ফিরে এসেছেন আগেই। চোটে ছিটকে দিয়েছে আরেক মিডফিল্ডার মাসুক মিয়াকে। দুই হলুদ কার্ডের কারণে আজ খেলা হচ্ছে না মিডফিল্ডার বিপলু আহমেদ এবং অধিনায়ক জামাল ভূঁইয়ার। এই অবস্থায় আজ বাংলাদেশের মাঝমাঠে দুই পাশে থাকবে আবদুল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিম। রাকিব মাঝখানে খেলবেন। একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকছেন মতিন মিয়া। গোলপোস্টে থাকছেন যথারীতি আনিসুর রহমান।