আইকোনিক ফোকাস ডেস্কঃ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। আর দশটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই সামান্য ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করতেন ফারহান আহমেদ জোভান। জন্মদিন নিয়ে শৈশবে অনেক উৎসাহ–উদ্দীপনা থাকলেও এখন আর দিনটি নিয়ে তেমন একটা আগ্রহ পান না এই অভিনয়শিল্পী। কিন্তু দিনটিকে ঘিরে তাঁর মা খুব আগ্রহী। মায়ের ছোটখাটো আয়োজনও তাঁকে মুগ্ধ করে। শৈশব থেকে মায়ের কাছে অনেক উপহার পেয়েছেন। কিন্তু এবারের জন্মদিনটি ভিন্ন। বিশেষ এই দিনে মায়ের কাছ থেকে জীবনের সেরা উপহার পেয়েছেন, যা তাঁকে আবেগ আপ্লুত করেছে।
জোভান বলেন, ‘আমরা তো মধ্যবিত্ত পরিবার। আমাদের আবেগগুলো সেভাবে প্রকাশ করা হয় না। আমরা পরিবারের একে অন্যকে ভালোবাসি, সেটা বুঝতে পারি। এবার জন্মদিনের প্রথম প্রহরে আম্মা আমাকে জড়িয়ে ধরেছেন, আদর করে বলেছেন, তিনি আমাকে অনেক ভালোবাসেন। এই মুহূর্ত আমার জীবনের জন্য স্মরণীয়। আবেগী হয়ে গিয়েছিলাম। এটাই আমার জন্মদিনের সেরা উপহার। আমিও পরিবারে সবাইকে অনেক ভালোবাসি।
ছোট পর্দায় ব্যস্ত এই অভিনেতার ক্যারিয়ার নিয়ে এত পরিকল্পনা ছিল না। নাটকে স্থায়ীভাবে অভিনয় করবেন, সেটাও ভাবেননি। তাই প্রত্যাশাও ছিল কম। জোভান বলেন, ‘আমার যদি অনেক পরিকল্পনা থাকত আর সেটা পূরণ করতে না পারতাম, তখন আমার কষ্ট লাগত, খারাপ লাগত। কিন্তু আমার কোনো প্রত্যাশা না থাকায় এত কম বয়সে যা পেয়েছি সে–ই অনেক। আমার মনে হয়, এই বয়সে অন্য কোনো পেশায় এত সফল হওয়া অনেকটাই কঠিন।