আইকোনিক ফোকাস ডেস্কঃ বাংলাদেশ দলকে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ দিচ্ছে না জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই সিরিজ খেলতে হবে টাইগারদের।
পূর্বের সূচি অনুসারে ২৯ জুলাই জিম্বাবুয়ে পৌঁছার এক দিন পরই অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশ দলের। এবং ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল।
কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী জিম্বাবুয়ে পৌঁছার পর টাইগারদের ৫ থেকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনে থাকলে সাকিব-তামিমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না। প্রস্তুতি ম্যাচ ছাড়াই একমাত্র টেস্ট খেলতে হবে মুমিনুলদের।
এ ব্যাপারে বুধবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, এখন পর্যন্ত আমারা যা তথ্য পেয়েছি , সে অনুযায়ী পাঁচ–সাত দিনের কোয়ারেন্টিন হতে পারে। আমরা সেভাবেই কাজ করছি। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জিম্বাবুয়ে সফরে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।