জিততে পারেনি ক্যামেরুন কিংবা সার্বিয়ার মধ্যে কোনও দলই

আইকোনিক ফোকাস ডেস্কঃ চলমান কাতার বিশ্বকাপের মঞ্চে ‘জি’ গ্রুপের সার্বিয়া-ক্যামেরুনের মধ্যকার ম্যাচ নিয়ে খুব একটা উচ্ছ্বাস ছিল না কোথাও। আল জানোব স্টেডিয়ামে দর্শক ছিল বটে, তবে কোনও দলের জন্য গগণবিদারী চিৎকার করার জন্য উন্মাতাল উন্মাদনা ছিল। ধারণা করা হচ্ছিল, নিষ্প্রাণ একটি ম্যাচ হিসেবেই শেষ হবে এটি।

তবে দুই দলই মাঠের লড়াইয়ে চেষ্টা চালিয়েছে শেষ পর্যন্ত, উত্তেজনা ছড়িয়েছে, গোলও পেয়েছে, প্রতিপক্ষকে চাপেও রেখেছে পুরো খেলা জুড়ে। ৯০ মিনিটের খেলায় মোট ৬ গোল পেয়েছে দুই দল। কিন্তু জিততে পারেনি ক্যামেরুন কিংবা সার্বিয়ার মধ্যে কোনও দলই। আল জানোব স্টেডিয়ামে ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি।

ম্যাচটিতে এদিন দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে ব্যস্ত করে রেখেছিল প্রতিপক্ষের ডিফেন্স। এরমধ্যে বল দখলে পিছিয়ে থাকলেও শক্তিশালী আক্রমণে এগিয়ে ছিল আফ্রিকার দেশ ক্যামেরুনই। ১৩টি আক্রমণ করে ৮টি শটই রেখেছে সার্বিয়ার গোলমুখে। অন্যদিকে ৬০ শতাংশ বল দখলে রেখে ১৫ আক্রমণ করে ৫টি শট গোলমুখে রাখতে পেরেছে সার্বিয়া।

Leave a Reply

Translate »