জায়েদ খানকে বয়কট করা নিয়ে যা বললেন সোহানুর রহমান সোহান

আইকোনিক ফোকাস ডেস্কঃ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আলোচনার তুঙ্গে রয়েছেন এই অভিনেতা। এদিকে নির্বাচনকে ঘিরে বিতর্কের জেরে জায়েদ খানকে বয়কটের খবর চাউর হয়। কিন্তু খবরটি গুজব বলে উল্লেখ করেছেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, ‘জায়েদ খানকে বয়কট সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের। বিভিন্ন মহল থেকে এ নিয়ে নানা বক্তব্য ভেসে আসছে, যার ভিত্তি নেই। আমাদের ১৮ সংগঠনের মুখপাত্র আলমগীর ভাই এ বিষয়ে আগামী ১৪ তারিখে ব্রিফ করবেন। এরমধ্যে জায়েদ খানকে কেন্দ্র করে আমাদের নামে কোনো গুজব ছড়ানো যাবে না। আমরা সেদিন বুঝেশুনেই সিদ্ধান্ত নেব। আপনারা কেউ অন্যের কথায় কান দেবেন না।

সোহানুর রহমান সোহান আরও বলেন, ‘কিছু মানুষ ঝামেলা বাধানোর জন্য জায়েদ খানকে কেন্দ্র করে গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে আমি সবাইকে সতর্ক করছি, আমাদের মুখপাত্র আলমগীর ভাই যা বলবেন, সেটাকেই সত্য মানতে হবে। তিনি যদি বলেন, বয়কট তাহলে বয়কট। তবে জায়েদকে বয়কট করা হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Translate »