জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের রোজা নিয়ে দর্শন ও উপলব্ধি

আইকোনিক ফোকাস ডেস্কঃ জনপ্রিয় তারকাদের ধর্ম, রীতি-নীতি পালন নিয়ে তাদের ভক্তদের থাকে অনেক কৌতূহল। তাদের প্রিয় তারকা রোজা রাখেন কিনা? রোজা নিয়ে শুটিং করেন কিভাবে? এরকম বিভিন্ন প্রশ্ন থাকে ভক্তদের মনে।

তবে তারকারাও শুটিংয়ের পাশাপাশি ব্যস্ত থাকেন নানা রকম ধর্মীয় প্রার্থনায়। আর সবার মতো তাদেরও আছে রোজা রাখার অনেক মজার স্মৃতি। তাদের ভিড়ে ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী লাক্স তারকা মেহজাবীন চৌধুরী জানালেন রোজা নিয়ে তার দর্শন ও উপলব্ধির কথা।

তিনি বলেন জীবনে প্রথম রোজা রাখা হয়েছিল পাঁচ বছর বয়সে। যদিও আমার শৈশব কেটেছে বিদেশে৷ সেখানে অনেক স্মৃতি আছে। তবে আমি বাংলাদেশে আসার পর থেকেই রোজার আনন্দ বলেন আর তৃপ্তি বলেন সেটা বেশি পেয়েছি৷ এখানে রোজার সামাজিকতার সংস্কৃতিটা দারুণ৷ পারিবারিক একটা সম্প্রীতিও দারুণভাবে মিশে থাকে রোজা পালনের মধ্যে৷ তাই বিদেশে কাটানো শৈশবের রোজাগুলো বলা চলে অনেকটাই সাদামাটা ছিলো আমার কাছে৷

শৈশবের সব কিছু মিস করে মানুষ৷ এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার৷ আমিও মিস করি৷

ছোটবেলার রোজা কাটতো স্কুলে৷ এখন রোজা কাটে কাজের ব্যস্ততায়৷ আগে শীত পেতাম৷ অন্য রকম ফিলিংস ছিলো সেহরী খেতে উঠার৷ এখন গরমে রোজা রাখছি৷ এটা একটা নতুন অভিজ্ঞতা দিচ্ছে৷ পার্থক্য আছে অনেক৷

এছঅড়াও সেহরী ও ইফতারির খাবারের প্রসঙ্গে তিনি আরো বলেন, সেরকমভাবে বিশেষ কোনো খাবার নিয়ে আমার আগ্রহ নেই৷ যখন যা পাই হাতের নাগালে তাই খাওয়ার চেষ্টা করি। স্বাস্থ্যের জন্য ফিট যে কোনো খাবার খাই। সুস্থভাবে রোজা রাখতে পারছি এটাই স্বস্তির।

সত্যিই, করোনা আমাদের সবকিছু বদলে দিয়েছে৷ পরিবার, বন্ধুদের নিয়ে অনেকে মিলেমিশে ইফতার করার দিনগুলো মিস করি৷ সবাই ঘরবন্দী হয়ে আছি৷ দোয়া চাই যেন আমি সুস্থ থাকি৷ প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন৷ লকডাউন যদি উঠেও যায় তবু সাবধানে চলাফেরা করবেন৷

তিনি আরো বলেন, সামনে ঈদ আসছে। ঈদ উদযাপনের আনন্দে নিরাপত্তার বিষয়টা ভুললে চলবে না।

Leave a Reply

Translate »