চঞ্চলের কণ্ঠে আসছে নতুন গান

আইকোনিক ফোকাস ডেস্কঃ  অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করলেও গানে বেশ পারদর্শী চঞ্চল চৌধুরী। আইপিডিসি আমাদের গান অনুষ্ঠানে এর আগে গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’, ‘নিশা লাগিলো রে’ কিংবা ‘ঢাকা শহর আইসা আমার’ গানগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

 

সবশেষ গেল ঈদের চাঁদরাতে চঞ্চল ও মেহের আফরোজ শাওনের গাওয়া ‘ঢাকা শহর আইসা আমার’ গানটি প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় একই ব্যানারে চঞ্চলের কণ্ঠে আসছে ‘আছেন আমার মোক্তার’। তার সঙ্গে গাইবেন মেজবাহ। ‘আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’-এর নতুন গান এটি। নতুন করে এর সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

 

গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আছেন আমার মোক্তার’ গানটি ১৯৭৮ সালে মুক্তি পাওয়া আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় ব্যবহার করা হয়। এর সুর ও সংগীত করেছিলেন আলাউদ্দিন আলী। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী। সিনেমায় ঠোঁট মিলিয়েছেন আনোয়ার হোসেন।

 

কালজয়ী ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমার গান সুর ও সংগীতের জন্য প্রয়াত আলাউদ্দিন আলী প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। একই সঙ্গে সৈয়দ আব্দুল হাদীও এই গানের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Translate »