আইকনিক ফোকাস ডেস্কঃ প্রত্যেক মানুষের শরীরে রয়েছে নিজে একটি গন্ধ । যা ঘামের দুর্গন্ধের বলে অনেকেই জানেন। দুর্গন্ধের জেরে প্রায়ই নানা অভিযোগ শুনতে হয় বাড়িতে। ভালো করে সুগন্ধি মাখেন। কিন্তু এই দুর্গন্ধের কারণ কিছু মারাত্মক রোগও হতে পারে।
লিভারের সমস্যা: শরীরে বিকট দুর্গন্ধের বড় কারণ হতে পারে লিভারের সমস্যা। লিভারে ফ্যাট জমলে এমন দুর্গন্ধের আশঙ্কা থাকে। আবার লিভারের কোনো বড় রোগ থেকেও হতে পারে ঘামের দুর্গন্ধের সমস্যা।
আরও পড়ুন ঃ বিশ্বকাপের সূচিতে পরিবর্তন
কিডনির সমস্যা: কিডনির সমস্যা মূত্রনালিতে জ্বালা বা ব্যথা না হলে আমরা বুঝতে পারি না। গোপনে কিডনিতে বড় রোই বাসা বাঁধতে পারে। আর সে রোগের একটা বড় উপসর্গ শরীরের দুর্গন্ধ।
থাইরয়েডের অতি সক্রিয়তা: থাইরয়েড অতি সক্রিয় হলেও কিন্তু শরীরে দুর্গন্ধ হয়। থাইরয়েডের সমস্যা বেশ মাথাচাড়া না দিলে অনেকেই তা খেয়াল করেন না। অথচ শরীরের দুর্গন্ধ জানান দেয় এমন একটি বড় রোগের কথা।
ডায়াবেটিস: ডায়াবেটিসের সমস্যা থেকেও শরীরে দুর্গন্ধ হতে পারে। বিজ্ঞানীদের কথায়, ডায়াবেটিস দেখা দিলে তার হাত ধরে আরও নানা রোগ বাসা বাঁধে। ফলে শরীরে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা যথেষ্ট বেশি।