গ্রামে মানুষের জন্য ৫০০ কোটি টাকার প্রণোদনা

আইকোনিক ফোকাস ডেস্কঃ করোনার মধ্যে শহর ছেড়ে গ্রামে ফিরে আর্থিক সংকটে পড়েছেন অনেকে মানুষ। এই সংকট নিরসনে ৮টি খাতে গ্রামে ফেরা মানুষের জন্য ৫শ’ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দুই এক দিনের মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।

৮টি খাত হচ্ছে- হালকা প্রকৌশল, মৎস্য ও পশুসম্পদ, স্থানীয় ক্ষুদ্র পুঁজির ব্যবসা, পরিবহন খাতে ছোট আকারের যানবাহন ক্রয়, তথ্য-প্রযুক্তির জন্য সেবাকেন্দ্র (সার্ভিস সেন্টার) স্থাপন, ফল ও শাকসবজি আবাদ, ঘর নির্মাণ এবং কৃষি যন্ত্রপাতি ক্রয় কেনা।

কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুসারে, করোনায় চাকরি হারিয়ে নিন্মবিত্ত ও কম আয়ের বেশিকিছু মানুষ শহর ছেড়ে গ্রামে ফিরেছেন। গ্রামে ফিরে আর্থিক সংকটে কঠিন জীবনযাপন করছেন। এসব মানুষের জন্য স্বল্প সুদে ৫০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চালু করতে যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে প্রত্যাবর্তনকারীরা উল্লিখিত প্রকল্প থেকে ৬ শতাংশ সুদে ঋণ পাবেন। এছাড়া ঋণদাতারা তহবিল পাবেন শূন্য দশমিক ৫ শতাংশ সুদে। অর্থাৎ ঋণ বিতরণের ক্ষেত্রে তারা ৫ দশমিক ৫ শতাংশ সুদ নিজেদের আয়খাতে নিয়ে যেতে পারবেন।

Leave a Reply

Translate »