আইকোনিক ফোকাস ডেস্কঃ পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরো ২০২০’র স্বপ্ন মাত্র চার ম্যাচ পর্যন্ত টিকে ছিল। শেষ ১৬’র লড়াইয়ে বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে থেকে বিদায় নিতে হয় পর্তুগালকে। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে আর খেলতে না পারলেও গোল্ডেন বুট অ্যাওয়ার্ডের জন্য ঠিকই নিজেকে শীর্ষ সারিতে রেখেই বিদায় নিয়েছেন সিআর সেভে।
প্রথম রাউন্ডে হাঙ্গেরির বিপক্ষে দুটি, ফ্রান্সের বিপক্ষে দুটি ও জার্মানীর বিপক্ষে একটি গোল করে রোনালদো টুর্নামেন্ট পাঁচ গোল নিয়ে এখনো তালিকার শীর্ষে রয়েছেন। চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিকও পাঁচ গোল করেছেন। কিন্তু একটি অ্যাসিস্টে বায়ার লেভারকুজেনের শিককে গোল্ডেন বুটের দৌড়ে পিছনে ফেলেছেন রোনালদো। জার্মানির বিপক্ষে দিয়েগো জোতাকে দিয়ে গুরুত্বপূর্ণ গোলটি করিয়েছিলেন রোনালদো।