আইকোনিক ফোকাস ডেস্কঃ পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এক টুইট বার্তায় সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনি শিশুদের ছবি শেয়ার করেছেন।
শনিবার নিজের টুইটার একাউন্টে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নিহত শিশুদের কোলাজ শেয়ার করেন তিনি।
এর আগে শুক্রবার নিউ ইয়র্ক টাইমসে ‘তারা শুধুই শিশু’ শিরোনামে এই কোলাজ প্রকাশিত হয়।
ওই টুইট বার্তায় পাকিস্তানি প্রেসিডেন্ট ক্যাপশনে বলেন, ‘ইসরায়েলের ১১ দিনের নিষ্ঠুর বোমাবর্ষণে নিহত মোট ৬৫-৬৭ শিশুর মধ্য থেকে কিছু শিশুর হৃদয়বিদারক চিত্র। তাদের স্বপ্ন ও পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে জানুন। এই বার্তা ইহুদিবিরোধী নয়, বরং ইসরায়েলবিরোধী, জায়নবাদবিরোধী, বর্ণবৈষম্যবিরোধী।’
গত ১০ মে থেকে ২১ মে পর্যন্ত গাজায় টানা ১১ দিনের ইসরায়েলি আগ্রাসনে ৬৬ শিশু ও ৩৯ নারীসহ ২৫৪ ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছেন আরো এক হাজার নয় শ’ ৪৮ গাজাবাসী।