আইকোনিক ফোকাস ডেস্কঃ লম্বা সময় যাঁরা ছবি দেখা থেকে দূরে ছিলেন, নিয়মিত দর্শকের পাশাপাশি প্রেক্ষাগৃহে এখন এমন দর্শকও ভিড় করছেন। কয়েক মাস ধরে ঢালিউড বইছে সুবাতাস। এমন ভালো একটা সময়ে মুক্তি পেতে যাচ্ছে যাও পাখি বলো তারে। মুক্তির দিক দিয়ে এটি ৭ নম্বর চলচ্চিত্র মোস্তাফিজুর রহমানের । ছবিটিকে তাই ‘লাকি সেভেন’ বলেও অভিহিত করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই পরিচালক।
যাও পাখি বলো তারেকে কেন লাকি সেভেন বলছেন সে ব্যপারে মোস্তাফিজুর রহমান বললেন, ‘এত কিছু ভেবে বলিনি। তবে সম্পাদনা শেষে বেশ কয়েকবার ছবিটি ইউনিটের কয়েকজন মিলে দেখেছি। কেন জানি মনে হয়েছে, ছবিটি ভালোই হয়েছে। ছবি দেখার অভিজ্ঞতা থেকেই এমনটা বলেছি। সুন্দর গল্পের এই ছবি দর্শকহৃদয় ছুঁয়ে যাবে বলে মনটা বারবার বলছে।’
মাহিয়া মাহি, শিপন মিত্র ও আদর আজাদ ‘যাও পাখি বলো তারে’তে অভিনয় করেছেন । ‘ভালোবাসার রং’ ছবি দিয়ে অভিষেক ঘটে মাহির। ‘পোড়ামন’ দিয়ে বেশ প্রশংসিত হন তিনি। মুক্তি প্রতিক্ষীত এই ছবি সেই পোড়ামনকেও ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস করেন এই তারকা। ছবিটি তাঁর জীবনের সেরা কাজ হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।
মাহি বললেন, ‘অসাধারণ চিত্রনাট্যের ছবি। পরিচালক এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, প্রেক্ষাগৃহে গিয়ে টের পাবেন দর্শক। শুটিংয়ে আমি অনেকটা ঘোরের মধ্যে ছিলাম। মজনু চরিত্রের আদর আজাদ যেন চরিত্রের মধ্যে মিশে যেতেন। চরিত্রের বাইরেও আমাকে এতটাই কেয়ার নিত মজনু, মনে হতো শুটিংয়ের গল্পেই আছি আমরা।’