গত ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৩২ কোটি ডলার

আইকোনিক ফোকাস ডেস্কঃ দেশে চলতি আগস্ট মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ সময়ে প্রতিদিন গড়ে ৫ কোটি ২৯ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

রোববার (২৭ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩২ কোটি ৩০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৪ কোটি ৪০ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ লাখ ৪০ হাজার ডলার।

আরো পড়ুনঃভারতে মুসলিম শিশুকে মার খাওয়ালেন শিক্ষিকা

এর আগে, জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৬ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ লাখ ৬০ হাজার ডলার।

সদ্যবিদায়ী অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬৩ লাখ ২০ হাজার ডলার, আগস্টে ২০৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার, অক্টোবরে ১৫২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ডলার, নভেম্বরে ১৫৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার, ডিসেম্বরে ১৬৯ কোটি ৯৭ লাখ ডলার, জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ৪ লাখ ৮০ হাজার ডলার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার এবং জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার।

Leave a Reply

Translate »