কোভিড-১৯: অভিনেতা অপূর্ব আইসিইউতে

আইকোনিক ফোকাস ডেস্কঃ মঙ্গলবার রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এ অভিনেতাকে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত ব্যবস্থাপক সেতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এ অভিনেতার ঘনিষ্টজন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান. এর আগে তার নমুনা পরীক্ষায় সোমবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে আরিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে আইসিইউকে রাখা হয়েছে। চিকিৎসকরা তার কিছু টেস্ট দিয়েছেন। সেগুলো করা হয়েছে। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

তবে অপূর্বকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি হাসপাতালের কর্তব্যরত ব্যবস্থাপক সেতু।

তিনি জানান, বিকাল চারটার পর তিনি এ বিষয়ে তথ্য জানাতে পারবেন।

“তবে বাইরে থেকে কোনও রোগী এলে তাকে আইসোলেশনে রাখা হয়। যতটুকু জানি, উনাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

চলতি সপ্তাহে অপূর্বর ‘যদি… কিন্তু… তবু…’ শিরোনামে একটি ওয়েব চলচ্চিত্রের শুটিং করার কথা ছিল। নির্মাতা সাগর জাহানের একটি নাটকের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।

Leave a Reply

Translate »