আইকোনিক ফোকাস ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা। এই কয় দিন সংগীতশিল্পী অবন্তী সিঁথি নিজেই রান্না করবেন। রান্নাঘরে মায়ের সঙ্গে রান্নার পাশাপাশি টুকটাক দেবেন রান্নাবিষয়ক নানা পরামর্শও।
অবন্তী সিঁথি খুব বেশি মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না। তবে পূজার দিনগুলোয় হালকা মিষ্টি দেওয়া তিলের নাড়ুতে না নেই অবন্তী সিঁথির। আর শারদীয় দুর্গোৎসবে বাড়িতে নাড়ু বানানো হচ্ছে। তার মানেই মনের মধ্যে একটা পুজো পুজো ব্যাপার চলে অবন্তী সিঁথির মধ্যে। ছোটবেলা থেকেই দেখেছেন পূজা এলেই বাড়ির উঠানে চলত সবাই মিলে নাড়ু বানানোর বিশাল আয়োজন।
অবন্তী বড় হয়েছেন জামালপুরে। পূজার সময়টা এখনো গ্রামেই কাটাতে ভালোবাসেন তিনি। স্মৃতিচারণা করে বললেন, ছোট থেকেই গানের আয়োজনে অংশ নিতেন। আর এখন বেড়েছে ভক্তের সংখ্যা। সম্প্রতি নেটওয়ার্কের বাইরে সিনেমায় ‘রূপকথার জগতে’ গানটি গেয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তাই পূজায় গানের আয়োজনে ভক্তদের এই গান শোনানোর ইচ্ছার কথাও জানালেন অবন্তী। এ ছাড়া পূজার জন্য মোট চারটি গান গেয়েছেন এই কণ্ঠশিল্পী। সব মিলিয়ে এবারের দুর্গোৎসব বেশ জমজমাট অবন্তী সিঁথির কাছে।