কাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন কমেডি কুইন ভারতী সিং

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের কমেডি কুইন ভারতী সিং। গত মাসেই ছেলের মা হয়েছেন তিনি। আপাতত নতুন অতিথিকে নিয়ে সুখের মুহূর্ত পার করছেন তিনি। তবে পুরোনো এক ভিডিওর জেরে বিপত্তিতে পড়েছেন ভারতী। শিখ ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের অভিযোগে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ভারতী বলেছেন, ‘গত কয়েক দিন ধরে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। লোকজন আমাকে মেসেজ পাঠিয়েছেন, আমি দাড়ি-গোঁফ নিয়ে মজা করেছি। অনুগ্রহ করে ভিডিওটি দেখুন, আমি এতে কোনো ধর্ম বা কোনো বর্ণ উল্লেখ করিনি।’

তিনি আরও বলেন, ‘আমি কখনোই বলিনি যে, পাঞ্জাবি লোকেরা দাড়ি রাখে। আমি আমার বন্ধুর সঙ্গে কমেডি করেছিলাম। আজকাল অনেকেই দাড়ি-গোঁফ রাখেন, তবে আমার মন্তব্যে যদি কোনো ধর্ম বা বর্ণের মানুষ আঘাত পেয়ে থাকেন, আমি তাদের কাছে হাত জোড় করে ক্ষমাপ্রার্থী। আমি নিজে একজন পাঞ্জাবি, অমৃতসরে জন্মেছি। আমি সর্বদা পাঞ্জাবের সম্মান বজায় রাখব এবং একজন পাঞ্জাবি হিসেবে আমি গর্বিত।

ক্যাপশনে লিখেছেন, ‘আমি কমেডি করি মানুষকে হাসানোর জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমার কথায় কেউ যদি আঘাত পান, তাহলে ক্ষমাপ্রার্থী। নিজের বোন মনে করে ক্ষমা করে দেবেন।

Leave a Reply

Translate »