কাকে সওয়াবের বিশাল ভান্ডার বলা হয়

আইকোনিক ফোকাস ডেস্কঃ পবিত্র কোরআনুল কারীম মানবজাতির জন্য পথনির্দেশক। পুরো কোরআনের প্রত্যেকটি হরফে হরফে রয়েছে সওয়াবের বিশাল ভান্ডার।

 

পবিত্র কোরআনের মধ্যে বিশেষ কিছু এমন জায়গা আছে যেগুলোর ফজিলতও বিশেষ। এগুলোর মধ্যে হলো- আয়াতুল কুরসী, সুরা ইয়াসিন, সুরা ওয়াকিয়া, সুরা মুলক ইত্যাদি। এরই মধ্যে অন্যতম একটি হলো, সুরা দুখান।

 

হাদিসে সুরা দুখান পাঠ করার বেশকিছু ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।

১. হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন-যে ব্যক্তি জুমার রাত্রিতে (বৃহস্পতিবার দিবাগত রাতে) সুরা দুখান পাঠ করবে সকাল হওয়ার আগেই তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে।

 

হজরত উমামা (রা.) হতে বর্ণিত রাসুল (সা.) বলেন- যে ব্যক্তি জুমার রাত্রিতে অথবা জুমার দিন সুরা দুখান পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে।

চলোন সবাই ইসলামের পথে হাটি।

Leave a Reply

Translate »