কলার খোসার কার্যকরি উপকারিতা

আইকোনিক ফোকাস ডেস্কঃ কলা খেয়ে খোসা ফেলে দিচ্ছেনতো, কিন্তু জাদুকরি এই কাজগুলো জানলে আর ফেলবেন না অবশ্যই। কলার উপকারিতাতো আমাদের সকলেরই জানা এবার তাহলে জেনে নিন কলার খোসার কার্যকরি উপকারিতাগুলোও।

• আপনি জানলে অবাক হবেন যে নিয়মিত ত্বকে কলার খোসা ঘষলে ত্বকের বলিরেখার সমস্যা দূর হয়ে যাবে।

• সকালে কলার খোসার নরম অংশ ঘষে নিন দাঁতে। দুই মিনিট পর কুলি করে নিন। এতে আপানর দাঁতের হলদে ভাব দূর হয়ে যাবে।

• ফেলে না দিয়ে কলার খোসা খেতে পারেন রান্না করে। জানেন কি, কলার খোসায় প্রচুর পরিমাণে মুড-নিয়ন্ত্রণ রাসায়নিক
সেরোটোনিন থাকে। যা শরীরের অবসাদ দূর করতে সাহায্য করবে।

• গাছের দ্রুত বৃদ্ধির জন্য কলার খোসা ছোট টুকরা করে টবের মাটির সঙ্গে মিশিয়ে দিন।

• ব্লেন্ডারে কলার খোসা ও পানি ব্লেন্ড করে পেস্টটি রুপার গয়নায় লাগিয়ে ঘষুন। রুপার গয়নার চকচকে ভাব ফিরিয়ে আনতে কলার
খোসা ব্যবহার বেশ কার্যকর।

Leave a Reply

Translate »