কর্মফল কখনও কাউকে ছাড়ে নাঃ সুবহা

আইকোনিক ফোকাস ডেস্কঃ ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহা। তার সঙ্গে ‘ভাইরাল’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। পর্দার বাইরেও আলোচনায় থাকেন তিনি। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেন সুবহা। এবার মানুষের দেওয়া আঘাত, অন্যায় ও অন্যের হক নষ্ট করার বিষয়ে কথা বললেন তিনি।

সুবহা লিখেছেন, ‘কেন যেন নিজের মনের অজান্তেই কিছু কথা লিখতে ইচ্ছে করল। আমাকে যাদের জন্য চোখের পানি ফেলতে হয়েছে, ছোট হতে হয়েছে তাদেরকেও দেখছি ছোট হতে। আরও দেখব ইনশাআল্লাহ। কারমা (কর্মফল) কখনও কাউকে ছাড়ে না। সাময়িক জীবনযাপনের জন্য কাউকে কেউ কষ্ট দিয়ে দুনিয়াতে ভালো থাকতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘দুনিয়াটা গোল। আজ হোক, কাল হোক, নিজের বউ দিয়ে হোক, বাচ্চা দিয়ে হোক, বাবা-মা দিয়ে হোক আর ভাইবোন দিয়ে হোক- শোধ হবেই হিসাবটা। অভিশাপ দিতে হয় না, মানুষের কষ্টের নিশ্বাসই যথেষ্ট। আল্লাহতায়ালা যতক্ষণ পর্যন্ত অন্যায়ের হিসাব সূক্ষ্মভাবে করেন না, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তিকে তুলে নেন না।

Leave a Reply

Translate »