ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে একি বললেন তাসকিন !

আইকোনিক ফোকাস ডেস্কঃ টাইগার শিবিরের তারকা পেসার তাসকিন আহমেদ এখন পুরোপুরি ফিট। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে।

বুধবার মিরপুরে ঘাম ঝরিয়েছেন তাসকিন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেওয়ার আগে নিজের শারীরিক অবস্থান বুঝতেই জোর দিয়ে অনুশীলন করেছেন বলে ডানহাতি পেসার জানালেন, ‘কয়েকদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম। গত দুইদিন বোলিং করলাম। ভালো আছি এখন। তারা (ফিটনেস ট্রেনার) সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। শতভাগ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং প্রচেষ্টাগুলো ঠিক ছিল। সবধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারা সন্তুষ্ট।’

বাংলাদেশের পেস বোলিং বিভাগে নিশ্চিতভাবেই একটা বিপ্লব ঘটিয়েছেন তাসকিন। ফিটনেস ও মানসিকতায় এতটাই বদল এনেছেন যে সব পেসাররা এখন তাকেই অনুসরণ করছেন। অ্যান্টিগা টেস্টে পেসাররা ভালো করায় টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান তাই কৃতিত্ব দেন তাসকিনকে।

 

দেশের সেরা ক্রিকেটারের এমন প্রশংসায় তাসকিন দারুণ অনুপ্রেরণা পাচ্ছেন। তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই তিনি (সাকিব) একজন কিংবদন্তি। তিনি যখন বলেছেন, ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আমাকে আরও অনুপ্রাণিত করেছে যে, আমি আরো ভালও করতে পারবো। খুব ভালো লেগেছে আসলে।’

Leave a Reply

Translate »