আইকোনিক ফোকাস ডেস্কঃএবারের এশিয়া কাপ হবে হাইব্রিড স্টাইল এই বিষয় টা নিশ্চিত করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ।নানা জল্পনা কল্পনা শেষে এশিয়া কাপের তারিখ প্রকাশ করল এসিসি . আগামি ৩১ ডিসেম্বর থেকেই শুরু হবে ৫০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত । দুইটি গ্রুপে বিভক্ত হয়ে শীর্ষ দুই দল উঠবে সুপার ফোরে ।অবশেষে ফাইনালে মুখুমুখি হবে সেরা দুই দল ।
আরও পড়ুন ঃবাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করল ৩৭০ রানে এগিয়ে
আসন্ন এশিয়া কাপে অংশ নিবে ভারত, পাকিস্তান , বাংলাদেশ , শ্রীলংকা , নেপাল, আফগানিস্থান । প্রথমবারের মতন অংশ নিচ্ছে নেপাল ।পিসিবির প্রস্তাবিত মডেল অনুযায়ী চার টি ম্যাচ হবে পাকিস্তানে, বাকি নয়টি শ্রীলংকাতে ।
যদিও অনেক নাটকীয়তা হয়েছে এই বিষয় টি নিয়ে । নিয়ম অনুযায়ী এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে । কিন্তু ভারত রাজনৈতিক বিবাদের কারনে পাকিস্তান যেতে রাজি ছিলেননা ।