এবার হিরো আলমের টার্গেট

আইকোনিক ফোকাস ডেস্কঃ বরাবরই আলোচনা-সমালোচনার শীর্ষে থাকেন হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় একের পর এক নিম্নমানের কন্টেন্ট বানিয়ে নানান বিতর্কের জন্ম দেন। তবে এবার নাকি হিরো আলমের টার্গেট এলিট শ্রেণির দর্শক। তার অভিনীত সিনেমা ‘টোকাই’ প্রসঙ্গে গণমাধ্যমে এ কথা জানান তিনি।

 

তবে সত্যিই কি এলিট শ্রেণির দর্শক তার সিনেমা দেখবে? সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। এ দিকে হিরো আলম অভিনীত সিনেমা ‘টোকাই’ আদৌ জনপ্রিয়তা পাবে কি না, সে নিয়েও রয়েছে সংশয়।

 

গণমাধ্যমের হিরো আলম বলেন, আমি খেটে খাওয়া মানুষের দলে। আমি যা করি, সেগুলোর অধিকাংশই নিম্নবিত্ত, টোকাই শ্রেণির মানুষ দেখেন। কিন্তু অন্যরা দেখলেও সবসময় তারা হিরো আলমকে টেনে নিচে নামাতে চান। তিনি আরও বলেন, নিম্নবিত্ত, টোকাই শ্রেণির পাশাপাশি এলিট শ্রেণির দর্শকও আমার টার্গেটে রয়েছে।

Leave a Reply

Translate »