আইকোনিক ফোকাস ডেস্কঃ সম্প্রতি ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারের একটি প্রতিবেদন নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। যেখানে দাবি করা হয়, বাংলাদেশের শীর্ষ ধনী ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। সেখানে তারা বিশাল অঙ্কের অর্থের কথাও দাবি করেন।
মূলত, ক্রিকট্র্যাকারের এমন দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। যার ফলে নিজেদের ওয়েবসাইট থেকেও সেই ভুল তথ্যের প্রতিবেদনটি তারা সরিয়ে নেয়। সেই তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশের অনেক সংবাদমাধ্যমও নিউজটি প্রকাশ করে।
নিজেকে নিয়ে এমন মিথ্যাচারের বিষয়টি সহজভাবে নিতে পারেননি মাশরাফী। নিজের ফেসবুক পেজে সেই প্রতিবেদনটিকে মনগড়া বলেও দাবি করেন তিনি। এ ছাড়াও দেশীয় সংবাদমাধ্যমগুলোর এমন খবর প্রকাশে বিরক্তিই প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
তিনি তার নিজের ফেসবুকে পেইজে লিখেছেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদের সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!