এবার ডিজিটাল স্কেলে হবে ওজন মাপা

আইকোনিক ফোকাস ডেস্কঃ রাজধানী ঢাকার কোরবানির হাটগুলোতে এখন জীবিত পশুর ওজন মাপার জন্য বসানো হয়েছে ওজন মাপার ডিজিটাল স্কেল।

পশু কেনাবেচায় ক্রেতা-বিক্রেতার মূল্য নির্ধারণের সন্দেহ দূর করার জন্যই এ স্কেল বসানো হয়েছে। ছোট সাইজের গরু কেজিপ্রতি ৩০০-৩২০ টাকা দরে আর বড় ও সুন্দর আকৃতির গরু ৩৫০-৪০০ টাকা দরে বিক্রির চুক্তি হওয়ার পর ওজন মাপার স্কেলে উঠানো হয় এবং এতে সর্বমোট কেজির সংখ্যা ও তার দাম বেরিয়ে আসে।

তাই যারা গরু বিক্রি করেন তারাও বিক্রির সময় গরুর ওজন দেখেন, আর যারা কেনেন তারাও ওজন দেখে নেন। এই জন্য ব্যবসায়ী ও কাস্টমারদের মাঝে ঝামেলার সৃষ্টি হয় না। কেনা বেচা হয় ভালো ভাবে।

Leave a Reply

Translate »