এফডিসিতে মাসব্যাপী ইফতার পাঠাবেন চিত্রনায়িকা নিপুণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী করেছেন। অভিনয় শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ীও। রাজধানীর বনানীতে প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক ব্যবসা ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’র পরিচালনা করছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইতিমধ্যেই কর্মীদের অগ্রিম বেতন দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছেন এই চিত্রনায়িকা। এছাড়াও দাঁড়িয়েছেন দুস্থ মানুষজনদের পাশে।

এবার রমজান মাস উপলক্ষেও নতুন উদ্যোগ হাতে নিয়েছেন নিপুণ। মাসব্যাপী এফডিসির মানুষদের জন্য তিনি ইফতার পাঠাবেন। এছাড়াও এফডিসির মসজিদে নিয়মিত কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ার আয়োজন করা হয়েছে।

নিপুণ বলেন, ‘রমজানে গত দু’দিন এফডিসিসহ অন্যান্য কয়েক জায়গায় বেশ ক’জন রোজাদারকে ইফতার করানোর সৌভাগ্য আমার হয়েছে। পুরো রমজানজুড়ে কাজটি করে যেতে চাই। এই কাজটি আমি ও আমার পরিবার বেশ কয়েক বছর ধরে করে আসছি। দোয়া করবেন, যেন এই দুর্যোগে সবার পাশে দাঁড়াতে পারি।’

Leave a Reply

Translate »