একটি জয়ের জন্য মুখিয়ে আছেন কর্নওয়াল

আইকোনিক ফোকাস ডেস্কঃ করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টিনের জটিলতা কাটাতেই বাংলাদেশ সফরে ওয়ানডে ও টেস্ট দুই দলের সদস্যরাই এসেছেন দুই সপ্তাহের বেশি সময় হাতে রেখে। আর তার সুফলটা পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের অন্যতম সেরা স্পিনার রাখিম কর্নওয়াল। বাংলাদেশে লম্বা সময় থাকার কারণে বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করেন বিশালদেহী এই স্পিনার। ওয়ানডে সিরিজ শেষ করে চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও উইন্ডিজ দল।

মঙ্গলবার প্রথম দিনে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসিবে মাঠে বেশ ঘাম ঝরিয়েছেন ক্যারিবিয়ানরা। এখানেই অনুশীলন শেষে নিজের প্রতিক্রিয়া জানান কর্নওয়াল। বাংলাদেশে বেশি সময় ধরে থাকাটা সাহায্য করছে উইন্ডিজ দলকে। কন্ডিশন বোঝার জন্য যত বেশি সময় পাওয়া যায় তত ভালো।’

শীতের এ সময়টায় ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ দেশগুলোর সঙ্গে আবহাওয়ায় খুব বেশি পার্থক্য নেই বাংলাদেশের। তাই এ কন্ডিশনে খুব বেশি সংগ্রাম করার কথা নয় ক্যারিবিয়ানদের। কর্নওয়ালও বলছেন, ‘কন্ডিশনের পার্থক্য খুব বেশি না, এখানে বল একটু বেশি স্পিন করে। ক্যারিবিয়ানের চেয়ে এখানে একটু বেশি শুষ্ক। আমাদের এটির সাথে মানিয়ে নিতে হবে এবং আমাদের সক্ষমতার সেরাটা দিতে হবে।’ ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি ভালোই হচ্ছে। আমাদের কিছু অনুশীলন সেশন হয়েছে যেখানে কোচরা আমাদের সঙ্গে কাজ করেছেন। আমাদের মনোযোগী থাকতে হবে এবং সময়মত আমাদের কাজ করতে হবে।’

তবে নিজেদের আরও বেশি উদ্দীপ্ত করার লক্ষে একটি জয়ের জন্য মুখিয়ে আছেন কর্নওয়াল। তিনি বলেন, ‘সবার আগে একটি জয় পেতে হবে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো হবে।’

Leave a Reply

Translate »