আইকোনিক ফোকাস ডেস্কঃ অস্ট্রিয়ায় অনুষ্ঠিত ইরান-উরুগুয়ে ম্যাচে ৮ হাজার দর্শক ধারণক্ষমতার এনভি অ্যারেনায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে ইরান। ম্যাচের ৭৯ মিনিটে বদলি নামা পোর্তো ফরোয়ার্ড মেহদি তেরেমি গোলটি করেন। দুই দলের দ্বিতীয় দেখায় এটি ইরানের প্রথম জয়। ২০০৩ সালে প্রথম দেখায় টাইব্রেকারে জিতেছিল উরুগুয়ে।
উরুগুয়ের বিপক্ষে ইরানের জয়টি ইংল্যান্ডের জন্য সতর্কবার্তা হতে পারে। টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকা ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে ইরানের বিপক্ষে।
‘বি’ গ্রুপে যুক্তরাষ্ট্র আর ওয়েলস আছে। এইচ গ্রুপে উরুগুয়ের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া , পর্তুগাল ও ঘানা। প্রীতি ম্যাচে ইরানের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে নেমেছিল দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে।
আক্রমণভাগে ছিলেন এ বছর রেকর্ড ফি–তে লিভারপুলে যোগ দেওয়া দারউইন নুনিয়েজ, লুইস সুয়ারেজ লিভারপুল ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার। আর ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ফাকুন্দো পেলিসত্রি।
ম্যাচে বল দখল এবং শটে দক্ষিণ আমেরিকার দলটিই এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষ দিকে করা গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কুইরোজের দলই।