আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা আরও বাড়িয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (২১ আগস্ট) কলকাতায় ইমাম মুয়াজ্জিনদের এক সভায় ভাতা বাড়ানোর এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি তাঁদের ঋণ দেওয়ার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুনঃঅসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ রিয়াদ
এ সিদ্ধান্তের ফলে ইমামদের ভাতা বেড়ে তিন হাজার রুপি, মুয়াজ্জিনদের দেড় হাজার রুপি এবং হিন্দু পুরোহিতরা দেড় হাজার রুপি ভাতা পাবেন।
রাজ্যের বিরোধী দলগুলো মনে করছে, আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মাসিক এই ভাতা বাড়িয়েছেন ক্ষমতাসীন তৃণমূল নেত্রী।