ইংরেজি ‘৮’ সংখ্যাটি নিজের হাতে লেখার কারণ

আইকোনিক ফোকাস ডেস্কঃ এই মুহূর্তে বিটাউনের সবচেয়ে আলোচিত বিষয় রণবীর-আলিয়ার বিয়ে। আর বিয়ের জন্য আজকের দিন অর্থাৎ বাংলা নববর্ষকেই (১৪ এপ্রিল) বেছে নিয়েছেন বলিউডের এই তারকা যুগল। মুম্বাইতে পৈতৃক ভিটে (আর কে হাউস) যেখানে ঋষি কাপুর ও নিতু কাপুর বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেখানেই রণবীর-আলিয়া সাতপাকে ঘুরবেন।

সে হিসেবে ১৩ এপ্রিল শুরু হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। পাঞ্জাবি রীতি মেনে অনুষ্ঠিত হবে গায়েহলুদ, সংগীত ও মেহেদি অনুষ্ঠান। কিন্তু মেহেদী অনুষ্ঠানে আলিয়া ভাট নিজেকে মেহেদীতে রাঙিয়ে নিলেও তার হবু স্বামী রণবীর কাপুরের নাম মেহেদিতে নিজের হাতে লেখেননি। মেহেদী শিল্পীকে কেবল ইংরেজিতে ‘৮’ সংখ্যাটি আড়াআড়িভাবে লিখতে বলেছেন তিনি। ইংরেজি ‘৮’ সংখ্যাটিকে শুইয়ে দিলে তা হয়ে যায় অসীমতার প্রতীক।

এই প্রতীকের ব্যাখ্যা এর আগে একাধিক বার ইনস্টাগ্রামে পাওয়া গিয়েছে আলিয়ার দৌলতেই। জানা গেছে রণবীরের প্রিয় সংখ্যা, আট। এই একই সংখ্যাকে আড়াআড়িভাবে শুইয়ে দিলে তা অসীমতার কথা বলে। যা তার সৌভাগ্যের প্রতীক।তাই রণবীর এই সংখ্যাতেই বিশ্বাসী।

অনুষ্ঠানের সূত্র মারফত জানা গেছে, আলিয়ার নির্দেশেই মেহেদী শিল্পী তার হাতের তালু এইভাবে সাজিয়ে তুলেছেন। আলিয়া তাই হবু স্বামীর নাম না লিখে তার পছন্দের চিহ্নটি নিজের হাতে একে ভালোবাসার কথা জানালেন।

Leave a Reply

Translate »