আইকোনিক ফোকাস ডেস্কঃ মা হচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। এর আগে একাধিকবার এমন গুঞ্জন শোনা গেছে। সম্প্রতি ফের এই গুঞ্জন চাউর হয়েছে। চলমান জল্পনাকে দূর করতে এবার মা হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন এই অভিনেত্রী।






ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিপাশা বলেন, ‘আমার পরিবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি, ওজন বাড়লেই আমার মা হওয়া নিয়ে পরিবারের ভেতর এবং বাইরে অনেক জল্পনা তৈরি হয়। আমি ফিটনেস অ্যাম্বাসেডর কিন্তু কখনো কখনো ফিটনেসের কথা ভাবি না। তার মানে অস্বাস্থ্যকর কিছু করি তা নয়। এটাও জানি, যতক্ষণ আমার সন্তানকে না দেখছেন, ততক্ষণ আমাকে নিয়ে এই জল্পনা চলতেই থাকবে।






তিনি আরও বলেন, ‘সবসময় এই আলোচনায় আমি বিরক্ত হই এমন নয়! কারণ আমার সম্পর্কে খারাপ কিছু তো বলা হচ্ছে না। কিন্তু আমি তো প্রেগন্যান্ট নই, এটাই খারাপ লাগার বিষয়।