আমি গানের মানুষ,গান ছাড়া থাকা সম্ভব নয়

আইকোনিক ফোকাস ডেস্কঃ আশির দশকের জনপ্রিয় ব্যান্ডশিল্পী বিপ্লব। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘প্রমিথিউস’ ব্যান্ডদলের প্রধান ও ভোকাল তিনি। ব্যান্ড, মিক্সড, একক অ্যালবাম, স্টেজ শো দিয়ে দেশ মাতিয়েছে। সে সময়ে তার গান ছিল শ্রোতাদের মুখে মুখে।

এক সময়ের দেশ মাতানো এই গায়ক এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে স্থায়ীভাবে বসবাস করছেন। কাজের ফাঁকে সুযোগ পেলে নতুন গান প্রকাশ করেন। এবার নতুন আরেকটি গান উপহার দিতে যাচ্ছেন বিপ্লব। গায়কের সঙ্গে তার সমসাময়িক একজন নারী শিল্পী দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন।

এ প্রসঙ্গে বিপ্লব গণমাধ্যমকে বলেন, ‘আমার ক্যারিয়ারে খুব বেশি দ্বৈত গান করিনি। তাই বেশ কিছুদিন ধরেই একটি দ্বৈত গানের পরিকল্পনা করছিলাম। আমার সঙ্গে কে গাইবে, তা নিয়েও ভাবছিলাম। এরপর আমার সমসাময়িক সেই শিল্পীও সম্মতি দিল। গানটার কাজও এগিয়ে গেল। দারুণ একটি প্রেমের গান। এই গানে শ্রোতারা নিজেদের বেশ ভালোভাবে সম্পৃক্ত করতে পারবেন।’

তিনি যোগ করেন, ‘আমি গানের মানুষ। গান ছাড়া থাকা সম্ভব নয়। এখানে নিজেকে ভিন্ন পেশায় নিয়োজিত রাখলেও নিয়মিত গানের চর্চা চালিয়ে যাচ্ছি। এটা আমার আত্মার খোরাক।

Leave a Reply

Translate »