আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে

আইকোনিক ফোকাস ডেস্কঃ রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলছেন তিনি। সেটি এখনও চালু না হলেও রেস্টুরেন্টের সামনেই চলছে ইফতারি বিক্রি। প্রতিদিনের মতো রোজার ৮ম দিনেও ফেসবুক লাইভে আসেন নায়িকা। তিনি বলেন, ‘খুবই এক্সাইটেড আমি। আমাদের রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং হবে চাঁদ রাতে। আপাতত প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে।’

এ সময় ইফতারের বিভিন্ন আইটেম দেখাচ্ছিলেন মাহি। ইতোমধ্যে রেস্তোরাঁটির ইফতার বিক্রি জমে উঠেছে গাজীপুরে। এর ফাঁকেই নতুন একটি আইটেম যুক্ত করেছেন তারা। এর নাম ‘মেগুনি’। এটি মূলত বেগুনির বিকল্প হিসেবে বানানো হচ্ছে।

১০ এপ্রিল রোববার ফেসবুক পেজ থেকে আবারও লাইভে এসে মাহিয়া মাহি নিজেই বিশেষ এই মেন্যুর কথা জানান। মাহি বলেন, ‘আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি- মেগুনি। আমি ইনসপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব।

Leave a Reply

Translate »