আমি অন্য সবার মনে কষ্ট দিতে চাই নাঃ উর্মিলা

আইকোনিক ফোকাস ডেস্কঃ ২০০৯ সালে একটি রিয়েলিটি-শো এর প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করেন। অভিনয়ে আসার আগে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থাকায় রাজনীতিতেও বেশ পাকা তিনি। তিনি আর কেউ নয়, উর্মিলা শ্রাবন্তী কর।

একাধারে বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্রে নিজের অভিনয় পারদর্শিতা দেখিয়েছেন। এরপর নানান সময়েই নিজেকে মেলে ধরেছেন, কখনো অভিনয়ে আবার কখনো রাজনীতিতে। তবে অভিনয়শিল্পী সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বেশ সরব ছিলেন তিনি। আর এবারের ত্রি-বার্ষিক নির্বাচনেও অংশ নিয়ে বিজয়ী হয়েছেন। গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিল্পকলায় অনুষ্ঠিত এই নির্বাচনে আইন ও কল্যাণ সম্পাদক পদে ৪৬৩ ভোট পেয়ে আগামী তিন বছরের জন্য বিজয়ী হয়েছেন। বিজয়ী হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

তিনি লেখেন, ‘ফেসবুকে ধন্যবাদ জানিয়ে কিংবা মোবাইলে মেসেজ পাঠিয়ে সবাই আমাকে যে পরিমান ভালোবাসা এবং সহযোগিতা করেছেন সেই কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব না। যে মানুষগুলো আমার জন্য নির্বাচনে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতার কোনো সীমা নেই। দু-একজন মানুষের কথা একেবারে উল্লেখ না করলেই না, কিন্তু কয়েক জনের নাম উল্লেখ করে আমি অন্য সবার মনে কষ্ট দিতে চাই না।

Leave a Reply

Translate »