আইকোনিক ফোকাস ডেস্কঃ বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রিয়দর্শনী নায়িকা মৌসুমীর মা। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রের আটলান্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে শাশুড়ির অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানী।






তিনি লিখেছেন, ‘আমার শাশুড়ি আম্মা এখন আটলান্টার হসপিটালে ভর্তি। প্রচণ্ড অসুস্থ, সবাই দোয়া করবেন।






এদিকে গেলো ১৪ অক্টোবর একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন মৌসুমী। বর্তমানে তিনি সেখানেই আছেন। দেশে না থাকায় মৌসুমীর হাতে থাকা বেশ কিছু কাজ আটকে আছে। সে বিষয়ে ওমর সানী তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মৌসুমীর রানিং যে কাজগুলো আটকে আছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মৌসুমী এ মাসের শেষনাগাদ চলে আসবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।