আবার চালু হলো জি বাংলা ও স্টার জলসা

আইকোনিক ফোকাস ডেস্ক: জি বাংলা সম্প্রচারে ফেরার পরদিনই ফিরলো স্টার জলসা। চ্যানেলটি বিজ্ঞাপন মুক্ত ক্লিন ফিড প্রচার করছে। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকেই চ্যানেলটি অনুষ্ঠান সম্প্রচার করছে।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি আনোয়ার পারভেজ বলেন, অনেক চ্যানেলই এখন ক্লিন ফিড নিয়ে সম্প্রচারে আসতে চাইছে। আমাদের একটাই শর্ত ক্লিন ফিড। তিনি জানান, শিগগিরই কালার্সসহ অন্যান্য চ্যানেলও ক্লিন ফিড নিয়ে সম্প্রচারে আসবে।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর কোয়াবের সদস্যরা ও ডিটিএইচ অপারেটররা দেশে ক্যাবল টিভির সম্প্রচার বন্ধ রাখে। স্যাটেলাইট চ্যানেল বিজ্ঞাপন মুক্ত (ক্লিন ফিড) রাখার বিষয়ে সরকার কড়াকড়ি আরোপ করলে ক্যাবল অপারেটররা স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রাখে। ক্লিন ফিড দেওয়ার পরই একেক করে চ্যানেলগুলো সম্প্রচারে ফিরছে।

Leave a Reply

Translate »