আগস্ট আর কত কাঁদাবে আমাদেরঃ বিদ্যা সিনহা মিম

আইকোনিক ফোকাস ডেস্কঃ রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দুঃখ প্রকাশ করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘একটি অপরিকল্পিত নির্মাণ। একটি দুর্ঘটনা। একটি পরিবারের হাহাকার। আগস্ট, আর কত কাঁদাবে আমাদের।

পুলিশ জানিয়েছে, বিআরটি প্রকল্পের কাজ চলার সময় ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডার পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পরপর গাড়ি থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Translate »