আইকোনিক ফোকাস ডেস্কঃ অতীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা বারবার দাবি করেছেন পাকিস্তানের সঙ্গে ভারতীয় ক্রিকেট দল দ্বিপাক্ষিক সিরিজ খেললে ভালো, তবে না খেললে তেমন কোনো সমস্যা নেই। তবে পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা নিজেদের দুর্বলতার কথা খোলাখুলি জানিয়ে দিলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, আমাদের যে ভয়ের বিষয়টা রয়েছে, সেটা আপনাদের সবারই জানা। আমাদের ৫০ শতাংশ অর্থের জোগান আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দেশটির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার রমিজ রাজা বলেন, আইসিসির টুর্নামেন্টগুলো আয়োজন করে যে টাকা লাভ হয়, সেই টাকা অংশগ্রহণকারী সদস্য দেশের মধ্যে ভাগ করে দেয়। আর আইসিসির ৯০ শতাংশ অর্থ আসে ভারতের বাজার থেকে। সেদিক থেকে দেখলে ভারতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পাকিস্তান ক্রিকেট চালাচ্ছে।
পিসিবি চেয়ারম্যান আরও বলেন, কাল যদি ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানকে টাকা জোগান দেওয়া বন্ধ করে দেয় তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিকভাবে ধসে পড়তে পারে।