অস্ত্রোপচার করাতেই হবেঃ মাশরাফী বিন মোর্ত্তজা

আইকোনিক ফোকাস ডেস্কঃ ২০২২ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ক্রিকেটারদের দল-বদলের প্রথম দিনে (২ মার্চ) আকর্ষণের কেন্দ্রে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার সিসিডিএমে এসে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার জন্য নাম লেখান তিনি।

দলবদল করার সময় মাশরাফী বলেছেন, আগামীকাল সকালে ভারতের উদ্দেশে রওনা হবেন। চিকিৎসা শেষে আগামী ১৪ মার্চ দেশে ফিরবেন বলেও জানিয়েছেন মাশরাফী। বাংলাদেশের সফল এই ওয়ানডে অধিনায়ক দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছেন। এ নিয়ে কথাও বলেছিলেন অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াংয়ের সঙ্গে। আপাতত অস্ট্রেলিয়া যেতে হচ্ছে না, ভারতের চেন্নাইতে চিকিৎসকের শরণাপন্ন হতে যাবেন তিনি। সেখানে অস্ত্রোপচার করানোর কথাও রয়েছে তার।

এ নিয়ে মাশরাফী বলেছেন, ‘অস্ত্রোপচার করাতেই হবে। তবে এখনই করব কি না, সেটি নির্ভর করছে চিকিৎসকের সিদ্ধান্তের ওপর। অস্ত্রোপচার লাগবেই। এবারই করাব নাকি পরে সেটি ডাক্তারের সময় সুযোগ অনুযায়ীই হবে। অস্ত্রোপচার হলে এক মাস বিশ্রামে থাকতে হবে।

Leave a Reply

Translate »