অভিনয়ের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে প্রশংসায় ভাসছে মোশাররফ

আইকোনিক ফোকাস ডেস্কঃ ভারতের গোয়ায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৫২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ উৎসবে জায়গা করে নিয়েছে মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’সহ ৮টি বাংলা ছবি। এরমধ্যে আছে ৫টি ফিচার ফিল্ম ও ৩টি নন-ফিচার ফিল্ম।

ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি দিয়ে টালিউডে পা রাখেন মোশাররফ করিম। ছবিটি মুক্তি পায় এ বছরের ফেব্রুয়ারিতে। ডিকশনারি ছবিতে মকরকান্তি চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করে ভারতের পশ্চিমবঙ্গে প্রশংসা কুড়ায় মোশাররফ। ছবিতে তার সঙ্গে আরও দেখা গেছে আবির চট্টোপাধ্যায় ও নুসরাত জাহানকে।

নন-ফিচার ফিল্ম ক্যাটাগরিতে থাকছে অশোক বিশ্বনাথনের পরিচালনায় ‘বাদল সরকার অ্যান্ড দ্য অলটারনেটিভ থিয়েটার’, সঙ্ঘমিত্রা চৌধুরীর ‘সাঁইবাড়ি টু সন্দেশখালি’ এবং অভিজিৎ এ পালের ‘নাদ- দ্য সাউন্ড’।

Leave a Reply

Translate »