অভিনব প্রচারণায় ৪০ হাজার অটোরিকশা

আইকোনিক ফোকাস ডেস্কঃ টাইগার শ্রফ। বলিউডের তরুণ প্রজন্মের আলোচিত অভিনেতা তিনি। খুব একটা বেশি ছবিতে অভিনয় করা হয়ে উঠেনি। তবে এরইমধ্যে বেশ আলোচনায় এসেছেন। জনপ্রিয়তার দিক দিয়েও অন্য নায়কদের থেকে খুব একটা পিছিয়ে নেই। তার ছবির বিরাট ভক্তকুল তৈরি হয়েছে।

তবে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তার অভিষেক এই সিনেমার সিক্যুয়েল নির্মিত হয়েছে। আহমেদ খান পরিচালিত ‘হিরোপান্তি টু’ সিনেমা আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে। আর এ উপলক্ষে প্রচারে নেমেছে সিনেমা সংশ্লিষ্টরা।

দর্শকের মনোযোগ কাড়ার জন্য নানা সময়ে নানা ধরণের পথে হেঁটেছেন পরিচালক-প্রযোজকরা। এবার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা প্রচারে অটোরিকশা ব্যবহার করে আলোচনার জন্ম দিয়েছেন।

বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির প্রচারের অংশ হিসেবে প্রযোজক ৪৫০টি বিলবোর্ড তৈরি করেছেন। শুধু তাই নয়, ৪০ হাজার অটোরিকশা ব্যবহার করছেন এই প্রযোজক। এরই মধ্যে প্রচারের এই কৌশলটি দর্শকদের নজর কেড়েছে। তবে এই অটোরিকশাগুলো প্রচারের কাজে কীভাবে ব্যবহৃত হচ্ছে তা এই প্রতিবেদন থেকে জানা যায় নি।

Leave a Reply

Translate »